সংকলন ৪১- অন্তহীন ভালোবাসা
লেখা : অস্পষ্ট আমি ক্রিং ক্রিং ক্রিং ক্রিং নিলয় এর ফোনটা বেজেই চলেছে। নীলাদ্রি সে কখন থেকে করেছে তো করছেই। সেদিকে কোন ভ্রুক্ষেপই নেই নিলয়ের। আজ নীলাদ্রি জন্মদিন সেটা নিলয় জানে। নীলাদ্রি ভেবেছে নিলয় ভুলে গিয়েছে তাই বারবার ফোন করছে। নিলয় এখন নিরব কে খুঁজছে। কারণ নীলাদ্রি তার জন্মদিনের অনুষ্ঠান এ নিলয় কে যেতে বলেছে। আর নিলয় এর কাছে একটা টাকাও নেই যে ওর জন্মদিনে কিছু উপহার দিবে। নিলয় ভাবছে নীলাদ্রির বাবা ওর জন্মদিনের জন্য কত বড় পার্টি দিয়েছে। আর সেই পার্টিতে দাওয়াত দিয়েছে নিলয় কে। কিন্তু নিলয়ের কাছে এখন কোন টাকাপয়সা নেই। থাকবে কি করে? নিলয় তো বেকার একজন ছেলে। পড়াশুনা শেষ করেছে বছর দুইএক হয়। কিন্তু এতদিনেও কোন চাকরী পায় নি নিলয়। পাবে কি করে? নিলয়ের তো আর মামা চাচার জোর নেই যে মামা চাচা গিয়ে বলবে আর ওর চাকরী হয়ে যাবে। নিলয় বসে ওদের সম্পকের কথা ভাবছে। নীলাদ্রির সাথে নিলয়ের সম্পর্ক ৪ বছরের। তাদের প্রথম দেখাটাও ছিলো অদ্ভুদ ভাবে। তখন ছিল বর্ষাকাল। কিছুক্ষণ পর পরেই অঝর ধারায় বৃষ্টি পরতো আকাশের বুক থেকে। তেমনি একটা দিনের সকালের কথা। নিলয় ভার্সিটি তে যাওয়ার জন্য বের হয়...